বোকা চড়ুই পাখির উপদেশ

 এক বনে ছিল এক খরগোশ এবং এক ছিল চড়ুই পাখি তারা পরস্পর বন্ধু ছিল। একদিন খরগোশ বাইরে খাবার খাচ্ছিল। হঠ্যাৎ এক ঈগল পাখি তাকে দেখে তাড়া করল।

নিজেকে রক্ষা করতে সে খুব দ্রুত দৌড় দিল। নিরাপদ জায়গায় সে লুকিয়ে গেল।সে ভয়ে কাপছিল। ঈগল পাখি খরগোশটিকে বের করতে পারলো না। 

এ সময় খরগোশের বন্ধু, চুড়ই পাখি সোজা উপরে একটি গাছের ডালে বসে ছিল। সে জিজ্ঞেসা করল,বন্ধু তোমার কি হয়েছে? তুমি  এত ভীত কেন? খরগোশ উত্তর দিল,এক ঈগল পাখি আমাকে তাড়া করেছে এবং আমি জানি না নিজেকে কিভাবে বাচাবো।চড়ুই পাখি উপদেশ দিলো।তুমি ভয় করোনা,আমি তোমার তুলোনাই ছোট, তবুও আমি কাউকে ভয় করিনা। এই কথা গুলো বলা শেষ হওয়া মাএ ঈগল পাখি তাকে আঁকড়ে ধরে উড়ে যায়। আল্লাহ তার ভালো করুন বলতে বলতে খরগোশ চলে যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url