ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কে সকল তথ্য।


 ক্ষুদ্র নৃ-গোষ্ঠী /উপজাতি সম্পর্কে_যাবতীয়_তথ্য_ও_মানচিত্র

বাংলাদেশে মোট উপজাতি বাস করে -৫০টি( সরকারি হিসাব ) আদম শুমারি -২০১১ তে -৪৫টি 

→ পার্বত্য চট্টগ্রামে বসবাস ১৩ টি(২০১১) ষষ্ঠ শ্রেণির বইয়ে ১৪টি

→ ভাষা ৩২ টি

-


টেকনিকে মনে রাখুন কে কোথায় বাস করে :

১।রংপুরকে "সারাও" = রংপুর এলাকায় ৩টি উপজাতি [সাঁওতাল,রাজবংশী,ওরাঁও]

২।পার্বত্য "তিন জেলাতেই" বাস করে = ত্রিলুচা [ত্রিপুরা,লুসাই,চাকমা]

৩। গহীন অরন্যে বসবাসকারী উপজাতি = বনযোগী [গহীন অরণ্য মানেই তো বন]

৪।ময়মনসিংহ, নেত্রকোণা এলাকায় = হাহা গারো [হাজং, হাদুই, গারো]

৫।সিলেটে = পাখামনি [পাত্র,খাসিয়া,মনিপুরী]

৬।উপজাতীয় তিনটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনে রাখা কঠিন তাই মনে রাখুন = "এবি কেরা ভাই" [একাডেমী -বিরিশিরি, কেন্দ্র - রাঙ্গামাটি, বান্দরবানে - ইনস্টিউট]

৭।উপজাতিদের ভাষা = গামা খাম পাম [গারো - মান্দি, খাসিয়া - মনখেমে, পালি ভাষা - মগদের]

৮।হিন্দু = হাপাতি [হাজং, পাংখোয়া, ত্রিপুরা]

৯।খ্রিস্টান = খাগা [খাসিয়া, গারো] [এরা মাতৃতান্ত্রিক]

১০।খাগড়াছির রাজা = বোমাং [খাবো]

১১। বর্ষবরণ / চৈত্রসংক্রান্তি বিষয়ক অনুষ্ঠান - বৈসাবি ; বৈ - বৈসুক = ত্রিপুরা , সা = সাংগ্রাই = মারমা, বি= বিজু= চাকমা 


বাংলাদেশের উপজাতিঃ-


*** বাংলাদেশে মোট উপজাতি বাস করে -==৪৫টি(প্রচলিত তথ্য) বর্তমানে সরকারি হিসাব মতে ৫০টি।


***বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে===চাকমা উপজাতি


***চাকমা শব্দের অর্থ কি==মানুষ


***চাকমারা কোন ধর্মালম্বী==বৌদ্ধ


**** বাংলাদেশের শিক্ষিত উপজাতি==চাকমা 


****চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় ==বিজু


****ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ===চাকমাদের


***চাকমা বিদ্রোহের নায়ক ===জুম্মা খান


***চাকমারা গ্রামকে কি বলে =====আদম।


***চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস >===== ফাবো (২০০৪)।


***বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী====: চাকমা


***কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক =====: চাকমা


***বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি===: চাকমা ( ২ লক্ষ ৫৩ হাজার)


###‪#‎খাসিয়া‬ গ্রামগুলো কি নামে পরিচিত====: পুঞ্জি


##‪#‎রাখাইনদের‬ বড় ধর্মীয় উৎসব======বুদ্ধপূর্ণিমা


### মুরংদের উৎসবের নাম==মুৎসলোং


###‪#‎মুরংদের‬ দেবতার নাম==ওরেং


##‪#‎মুরং‬ উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===ছিয়াছত 


##‪#‎পার্বত্য‬ চট্টগ্রামে প্রাচীন অধিবাসী==মুরং বা ম্রো

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url