ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কে সকল তথ্য।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী /উপজাতি সম্পর্কে_যাবতীয়_তথ্য_ও_মানচিত্র
.
বাংলাদেশে মোট উপজাতি বাস করে -৫০টি( সরকারি হিসাব ) আদম শুমারি -২০১১ তে -৪৫টি
→ পার্বত্য চট্টগ্রামে বসবাস ১৩ টি(২০১১) ষষ্ঠ শ্রেণির বইয়ে ১৪টি
→ ভাষা ৩২ টি
-
টেকনিকে মনে রাখুন কে কোথায় বাস করে :
১।রংপুরকে "সারাও" = রংপুর এলাকায় ৩টি উপজাতি [সাঁওতাল,রাজবংশী,ওরাঁও]
২।পার্বত্য "তিন জেলাতেই" বাস করে = ত্রিলুচা [ত্রিপুরা,লুসাই,চাকমা]
৩। গহীন অরন্যে বসবাসকারী উপজাতি = বনযোগী [গহীন অরণ্য মানেই তো বন]
৪।ময়মনসিংহ, নেত্রকোণা এলাকায় = হাহা গারো [হাজং, হাদুই, গারো]
৫।সিলেটে = পাখামনি [পাত্র,খাসিয়া,মনিপুরী]
৬।উপজাতীয় তিনটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনে রাখা কঠিন তাই মনে রাখুন = "এবি কেরা ভাই" [একাডেমী -বিরিশিরি, কেন্দ্র - রাঙ্গামাটি, বান্দরবানে - ইনস্টিউট]
৭।উপজাতিদের ভাষা = গামা খাম পাম [গারো - মান্দি, খাসিয়া - মনখেমে, পালি ভাষা - মগদের]
৮।হিন্দু = হাপাতি [হাজং, পাংখোয়া, ত্রিপুরা]
৯।খ্রিস্টান = খাগা [খাসিয়া, গারো] [এরা মাতৃতান্ত্রিক]
১০।খাগড়াছির রাজা = বোমাং [খাবো]
১১। বর্ষবরণ / চৈত্রসংক্রান্তি বিষয়ক অনুষ্ঠান - বৈসাবি ; বৈ - বৈসুক = ত্রিপুরা , সা = সাংগ্রাই = মারমা, বি= বিজু= চাকমা
বাংলাদেশের উপজাতিঃ-
*** বাংলাদেশে মোট উপজাতি বাস করে -==৪৫টি(প্রচলিত তথ্য) বর্তমানে সরকারি হিসাব মতে ৫০টি।
***বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে===চাকমা উপজাতি
***চাকমা শব্দের অর্থ কি==মানুষ
***চাকমারা কোন ধর্মালম্বী==বৌদ্ধ
**** বাংলাদেশের শিক্ষিত উপজাতি==চাকমা
****চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় ==বিজু
****ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ===চাকমাদের
***চাকমা বিদ্রোহের নায়ক ===জুম্মা খান
***চাকমারা গ্রামকে কি বলে =====আদম।
***চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস >===== ফাবো (২০০৪)।
***বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী====: চাকমা
***কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক =====: চাকমা
***বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি===: চাকমা ( ২ লক্ষ ৫৩ হাজার)
####খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত====: পুঞ্জি
###রাখাইনদের বড় ধর্মীয় উৎসব======বুদ্ধপূর্ণিমা
### মুরংদের উৎসবের নাম==মুৎসলোং
####মুরংদের দেবতার নাম==ওরেং
###মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===ছিয়াছত
###পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী==মুরং বা ম্রো
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url