প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয় ভিত্তিক মডেল টেস্ট।
১. EPZ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে—
ক. KEPZA খ. REPZA
গ. BEPZA ঘ. Bangladesh Bank
২. বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কোনটি?
ক. ভোলা খ. চট্টগ্রাম
গ. সেন্টমাটিন ঘ. চাঁদপুর
৩. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে?
ক. ৪২ শতাংশ খ. ৬২ শতাংশ
গ. ৬৮ শতাংশ ঘ. ৫২ শতাংশ
৪. বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
ক. সিলেট খ. রংপুর
গ. রাজশাহী ঘ. পঞ্চগড়
৫. ‘এলিফ্যান্ট পয়েন্ট’ কোথায় অবস্থিত?
ক. সুন্দরবন খ. কক্সবাজার
গ. পটুয়াখালী ঘ. ভোলা
৬. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (BIWTC)–এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. খুলনা
গ. নারায়ণগঞ্জ ঘ. ঢাকা
৭. বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. রংপুর
গ. রাজশাহী ঘ. সিলেট
৮. বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্যসীমার নিচে বাস করে কোন জেলার লোক ?
ক. ময়মনসিংহ খ. বরিশাল
গ. কুমিল্লা ঘ. কুষ্টিয়া
৯. আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
ক. কক্সবাজার খ. পঞ্চগড়
গ. নারায়ণগঞ্জ ঘ. খাগড়াছড়ি
১০. দেশের প্রস্তাবিত ৬৫তম জেলা?
ক. ভৈরব খ. বাউফল
গ. ভান্ডারিয়া ঘ. কর্ণফুলী
১১. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
ক. ২৮টি খ. ৩০টি
গ. ২৫টি ঘ. ২০টি
১২. ‘রৌমারী’ কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. মৌলভীবাজার
গ. নীলফামারী ঘ. কুড়িগ্রাম
১৩. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ১৪ নটিক্যাল মাইল
খ. ১২ নটিক্যাল মাইল
গ. ১০ নটিক্যাল মাইল
ঘ. ১৮ নটিক্যাল মাইল
১৪. জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?
ক. বান্দরবান খ. ঢাকা
গ. মেহেরপুর ঘ. চাঁপাইনবাবগঞ্জ
১৫. বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে?
ক. বান্দরবান খ. রাঙামাটি
গ. সিলেট ঘ. মেহেরপুর
১৬. কোন জেলাকে বাংলার ভেনিস বলা হয়?
ক. মেহেরপুর খ. জামালপুর
গ. বরিশাল ঘ. ময়মনসিংহ
১৭. ‘স্বর্ণা সার’ কত সালে অবস্থিত হয়?
ক. ১৯৮৫ সালে খ. ১৯৮৭ সালে
গ. ১৯৮৮ সালে৷ ঘ. ১৯৮০ সালে
১৮. কোন জেলায় সবচেয়ে বেশি তুলা জন্মে?
ক. ঢাকা খ. রাজশাহী
গ. ঝিনাইদহ ঘ. নোয়াখালী
১৯. ‘উপকূলীয় সবুজ বেষ্টনী’ বনাঞ্চল কয়টি জেলায় করা হয়েছে?
ক. ৮টি খ. ১২টি
গ. ১০টি ঘ. ১৫টি
২০. রাতালগুল জলাবন কোন জেলায়?
ক. সিলেট খ. বরগুনা
গ. টাঙ্গাইল ঘ. বান্দরবন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url