একই নামের সাহির্ত্যকর্ম।


 💥একই নামের সাহিত্যকর্ম💯🔥🔥🔥 যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। আশা করি আজকের পর আর কখনোও ভুল হবে না ইনশাআল্লাহ। সকলে শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায়।

১.
মানুষ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
মানুষ( কবিতা) : নির্মলেন্দু গুন
মানুষ( নাটক) : মুনীর চৌধুরী
২.
মানচিত্র( নাটক) : আনিস চৌধুরী
মানচিত্র( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ
৩.
ফেরারী( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
ফেরারী( কবিতা) : দিলারা হাসেম
৪.
পোস্টমাস্টার( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
পোস্টমাস্টার( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়
৫.
পদ্মাবতী( কাব্য) : আলাওল
পদ্মাবতী( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান
৬.
কাঞ্চনমালা( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
কাঞ্চনমালা( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম
৭.
রেখাচিত্র( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
রেখাচিত্র( আত্মজীবনী) : আবুল ফজল
৮.
কবি( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কবি( উপন্যাস) : হুমায়ুন আহমেদ
৯.
জননী( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
জননী( উপন্যাস) : শওকত ওসমান
১০.
অভিযাত্রিক(কাব্য) : সুফিয়া কামাল
অভিযাত্রিক( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
১১.
মধুমালা( নাটক) : কাজী নজরুল ইসলাম
মধুমালা( নাটক) : জসীম উদ্দিন
মধুমালা ( গল্গ ) : শাবলু শাহাবউদ্দিন
১২.
বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান
১৩.
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম
১৪.
সাজাহান( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
সাজাহান( নাটক) : ডি.এল.রায়
১৫.
দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
দেনাপাওনা( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬.
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী
১৭.
কবর( নাটক) : মুনীর চৌধুরী
কবর(কবিতা) : জসীমউদ্দিন
১৮.
যাত্রা( উপন্যাস) : শওকত আলী
যাত্রা( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
…………
শেয়ার দিন। কাজে লাগবে । done

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url