একই নামের সাহির্ত্যকর্ম।
💥একই নামের সাহিত্যকর্ম💯🔥🔥🔥 যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। আশা করি আজকের পর আর কখনোও ভুল হবে না ইনশাআল্লাহ। সকলে শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায়।
১.
মানুষ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
মানুষ( কবিতা) : নির্মলেন্দু গুন
মানুষ( নাটক) : মুনীর চৌধুরী
২.
মানচিত্র( নাটক) : আনিস চৌধুরী
মানচিত্র( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ
৩.
ফেরারী( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
ফেরারী( কবিতা) : দিলারা হাসেম
৪.
পোস্টমাস্টার( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
পোস্টমাস্টার( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়
৫.
পদ্মাবতী( কাব্য) : আলাওল
পদ্মাবতী( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান
৬.
কাঞ্চনমালা( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
কাঞ্চনমালা( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম
৭.
রেখাচিত্র( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
রেখাচিত্র( আত্মজীবনী) : আবুল ফজল
৮.
কবি( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কবি( উপন্যাস) : হুমায়ুন আহমেদ
৯.
জননী( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
জননী( উপন্যাস) : শওকত ওসমান
১০.
অভিযাত্রিক(কাব্য) : সুফিয়া কামাল
অভিযাত্রিক( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
১১.
মধুমালা( নাটক) : কাজী নজরুল ইসলাম
মধুমালা( নাটক) : জসীম উদ্দিন
মধুমালা ( গল্গ ) : শাবলু শাহাবউদ্দিন
১২.
বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান
১৩.
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম
১৪.
সাজাহান( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
সাজাহান( নাটক) : ডি.এল.রায়
১৫.
দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
দেনাপাওনা( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬.
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী
১৭.
কবর( নাটক) : মুনীর চৌধুরী
কবর(কবিতা) : জসীমউদ্দিন
১৮.
যাত্রা( উপন্যাস) : শওকত আলী
যাত্রা( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
…………
শেয়ার দিন। কাজে লাগবে । done
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url